আপনি যদি একজন ইউটিউবার অথবা ফেসবুক আর অথবা কনটেন্ট রাইটার হয়ে থাকেন, আপনি আপনার ভিডিও অথবা পোস্টকে সুন্দর করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও ব্যবহার করে থাকেন। তো আপনি যদি একজন প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যে আপনার ভিডিওতে অথবা কনটেন্ট এ নতবা পোস্টে আপনি যেই ভিডিও অথবা ছবিগুলো ব্যবহার করতেছেন বা করবেন অবশ্যই সেগুলো কপিরাইট ফ্রি হতে হবে। কেননা কপিরাইট কনটেন্ট ব্যবহার করার কারণে আপনার ভিডিও অথবা ব্লগ সাইট অথবা ফেসবুক পেজ যে কোন সময় স্ট্রাইক খেয়ে বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনি যদি আপনার কাজের প্রতি যত্নবান হোন অবশ্যই আপনার কপিরাইট ফ্রি কনটেন্ট ব্যবহার করা উচিত। তো আপনাদের জন্য কপিরাইট ফ্রি ভিডিও এবং ইমেজ প্রোভাইড কারি পাঁচটি পপুলার ওয়েবসাইট নিয়ে আসলাম। ওয়েবসাইটগুলো থেকে আনলিমিটেড কপিরাইট ফ্রি ভিডিও এবং ইমেজ ডাউনলোড করে আপনার কনটেন্ট এ ব্যবহার করতে পারবেন।
ওয়েবসাইট গুলো হচ্ছে:
01: videezy.com
02: vidsplay.com
03: videvo.net
04: pexels.com
05: pixabay.com
পোস্টটি বুঝতে সমস্যা হলে উপরে আমার ইউটিউব ভিডিও তে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। সর্বশেষে আমার ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
0 Comments