গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ মৃত্যুর ২০ জনই ঢাকা বিভাগের!!!

 এক দিনেই ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪৯ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৮৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পরেছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩১৮৭ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জন। 
গত ২৪ ঘণ্টায় মৃতদের পরিসংখ্যান প্রকাশ করে ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন রয়েছেন। এছাড়া মৃতদের তালিকায় চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগে চারজন, সিলেট বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩০ পুরুষ ও নারী সাতজন রয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় মারা গেছেন নয়জন।

Post a Comment

0 Comments