ভাবছিলাম বিষয়টা নিয়ে লিখব না । কারণ আমাদের দেশে যেমন ভালো কাজের প্রশংসা করার লোক আছে, তেমনি ভালো কাজকে মন্দ বলে চালিয়ে দেবার ইচ্ছা ও ক্ষমতাও অনেকের আছে। তারপরও লিখছি, যাতে কিছু অমানুষ একটু হলেও লজ্জা পায় । সকল পেশার, সকল জাতের, সকল ধর্মের, সকল এলাকার মানুষ মিলেই আমার সোনার দেশ বাংলাদেশ । দেখুন, প্রবাসীরা দেশেরই সন্তান , বাংলাদেশী , অনেকেই হয়ত আপনার আগেই বাংলাদেশে জন্ম নিয়েছেন । হয়ত আপনার মত কোন শিক্ষিত ছেলে / মেয়ের জন্য পড়াশুনার খরচ যোগাতে বাইরে এসেছেন , যাতে করে বড় হয়ে ফেসবুকে একটি লম্বা স্ট্যাটাস বা ভিডিও আপলোড দিয়ে বলতে পারেন , "এই সব অশিক্ষিত মানুষরা কিভাবে দেশ গড়ার কারিঘর"। । ভুলে যাবেন না একটি দেশের একটি পরিবার সচ্ছল হয়ে যাওয়া মানে সেই দেশের একটি বোঝা কমে যাওয়া । প্রায় এক কোটির (সংখ্যাটা মনে রাখেন) কাছাকাছি প্রবাসী মানুষ টেনে নিয়ে চলছে তাদের পরিবারকে এই প্রবাসে থেকে । নিঃসন্দেহে বলা যায়, দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার কাজ করে এই প্রবাসীরা। খোঁজ নিয়ে দেখুন দেশের এই বিপদের সময় প্রবাসীরা নিজের পরিবারদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য নিজের সব দিয়ে সাহায্য করছে, রেমিটেন্স এর পরিমাণ বেড়ে গেছে অনেক বেশী , নিজের খাবারের টাকাও অনেকে রাখতে চাচ্ছেনা , ভাবছে নিজে হয়ত কষ্ট করে চালিয়ে দিবে, তবু পরিবার, সমাজ, দেশ বড়। অকৃতজ্ঞতা ত আমাদের অনেকের রক্তে মিশে আছে, এখনও কি সময় হয়নি একটু বদলে যাবার ? সারাক্ষণ থাকেন এই গ্রাম, ঐ গ্রাম, এই জেলা, ঐ জেলার দোষ খুঁজতে । লজ্জা করেনা আপনাদের ? একটি দেশ, একটি পরিবার । নিজের পরিবারের সমস্যা থাকলে সেটা নিয়ে বাজে মন্তব্য না করে সঠিক ব্যবস্থা নিন । দেশে যে কতটুকু সচেতনতার জোয়ার বইছে তা বেশ টের পাচ্ছি । শুধু শুধু অন্যদের দোষ না দিয়ে আগে নিজে সচেতন হন । আমরা অনেকেই ইউরোপে আসি উচ্চ শিক্ষার উদ্দেশ্যে , এইখানে জীবনযাত্রার মান অনেক উন্নত, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের স্টুডেন্টদের জন্য এইখানে বসেই কাজ করে চলছি । কিন্তু আমার এই শিক্ষা, সুনাম মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা প্রবাসীদের পরিশ্রম, দেশপ্রেমের তুলনায় কিছুই নয় । হয়ত শিক্ষাদীক্ষার সুযোগ তারা ঠিক মত পাননি অথবা পারিবারিক অভাবের কারণে তারা বিদেশে এসেছেন । খুবই বিরক্তি এবং আফসোস লাগে যখন দেখি, কিছু অকর্মণ্য, মাথামোটা, নিজে নিজে উচ্চ শিক্ষিত, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে ইচ্ছুক, অপদার্থ প্রবাসীদের নিয়ে বাজে মন্তব্য করে । ইউরোপ দেশে থাকা চাইনিজরাও মনে হয় এত বিশ্রী ভাষার সম্মুখীন হয়নি, যতটা বাংলাদেশী মানুষরা নিজের দেশে গিয়ে পেয়েছে । হাতে গোনা কিছু লোকের জন্য আমি যেমন পুরো দেশকে গালি দিতে পারিনা, তেমনি ৮-১০জন প্রবাসীদের অপ্রত্যাশিত আচরণের জন্য সকল প্রবাসীদের বাজে কথা বলতে পারিনা । পৃথিবীর সকল দেশই আজ আতংকিত, কিন্তু তাই বলে কেউ আপনজনের সাথে মন্দ আচরণে লিপ্ত নয় । এমন কঠিন পরিস্থিতে আমাদের সকলের সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, ভালোবাসা দরকার । মানুষ হয়ে যান, সুন্দর চেহারা, আর মুখের খারাপ ভাষা ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সহজ কিন্তু মানুষের জন্য, সমাজের জন্য , দেশের জন্য আপনাদের মত কিছু অপদার্থের সামান্য কিছু করা অনেক কঠিন । দুর্নীতি আর ঘোষের টাকায় বড় হলে অনেক অশালীন কথা সহজেই বের হতে পারে ।